যদিও দিনে চার প্যাকেট সিগারেট ছাড়া চলতই না, বিভিন্ন সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আব্রাম খান আসার পরে নাকি শাহরুখ ভেবেছিলেন, তিনি সিগারেট আর মদ খাওয়া ছেড়েই দেবেন। কিন্তু তা আর হয়নি। ধূমপানের নেশা থেকে বেরোতে পারেননি। শুধু তাই নয়, ধূমপানে এমন আসক্তির কারণে বিভিন্ন সময়ে বিতর্কেও জড়াতে হয়েছে শাহরুখকে।
‘ধূমপান নিষেধ’ লেখা জায়গায় ধূমপান করে শাহরুখ ধরাও পড়েছেন। ঘন ঘন ধূমপানে অভ্যস্ত তিনি। কালো কফি, কাবাব আর সিগারেটই নাকি তাঁর ডায়েট। এভাবেই চলছে বছরের পর বছর। যদিও মাঝে একবার শাহরুখ বলেছিলেন যে, ধূমপান ছাড়ার চেষ্টা করছেন তিনি।
অবশেষে ৫৯ বছরে জন্মদিনে বলিউড বাদশা ঘোষণা করেছেন তিনি পাকাপাকিভাবে ধূমপান ছেড়ে দিলেন। আর সেই কথা তিনি নিজেই জানালেন তাঁর ফ্যানদের সামনে। জন্মদিনে এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘ধূমপান ছেড়ে প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল। ভাবছিলাম পারব কি না। কিন্তু এখন দেখছি বেশ ভালো লাগছে।’