এদিকে শোভাযাত্রা অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে নতুন নতুন সাজসজ্জা দেখা গেছে। শিশুদের বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজে দেখা গেছে শোভাযাত্রা। আবার অনেক নেতাকর্মী জিয়াউর রহমানের সাজে সেজেছেন। তবে শোভাযাত্রায় সবার নজর কড়েছে খাঁচাবন্দি শেখ হাসিনার দানবীয় সজ্জা। এই খাঁচা ঘিরে দেখা গেছে বিএনপি নেতাকর্মীদের ভিড়।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, খাঁচার মধ্যে এক শিশু শেখ হাসিনার সাজে সেজেছেন। তার মুখে প্রতীকী রক্ত, দানবের মতো বড় দাত। চোখে সানগ্লাস এবং মাথায় সিং। দানব শেখা হাসিনার খাঁচা অনেকে সেলফি তুলছে ‘দানব শেখ হাসিনার’ সঙ্গে। অনেকে নেতাকর্মী আবার এই দৃশ্য ভিডিও করে রাখছেন।
ওই খাঁচায় লেখা রয়েছে, ‘আমি ভারতের মোদির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বার্থ বিক্রি করি’।; ‘আমি সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলি’।; ‘আমি হেলকপ্টার থেকে গুলি করে শিশু ও নারীদের হত্যা করি’। ‘আমি বিশ্বের শ্রেষ্ট দুর্নীতিবাজ’। শোভাযাত্রার শুরুতে কোরআন তিলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা। এ সময় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।
এ ছাড়া, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাজাত কামনা করে দোয়া করা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। আর শোভাযাত্রায় অংশ নিতে ইতোমধ্যে নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, শান্তিনগর, কাকরাইল মসজিদ এলাকায় বিএনপির লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছেন।