এতে অন্তত ৩৫ জন নিহত ও আরও ৪৩ জন আহত হন।
আজ মঙ্গলবার চীনের স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এ সংবাদ জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, সোমবার একটি এসইউভি গাড়ি নিয়ে জনৈক চালক ঝুহাই স্পোর্টস সেন্টারের ফটক ভেঙে মাঠে ঢুকে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ একে ‘গুরুতর এবং ভয়ঙ্কর আক্রমণ’ হিসেবে উল্লেখ করেছে। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করার সময় ওই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, ৬২ বছর বয়সী ওই এসইউভি চালকের নাম ফ্যান। এ ঘটনায় আহত হয়ে কোমায় চলে যাওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি পুলিশ।