পাকিস্তানের ছোট ও বড় পর্দার অভিনেত্রী আরমিনা খানের বেবী বাম্পের ছবি নিজের ইনস্টাগ্রামে পোষ্ট করায় চারিদিকে সমালোচনায় ঝড় বইছে।
নভেম্বর মাসের ২২ তারিখে মা হওয়ার ঘোষণা দেন হালের এই আবেদনময়ী নায়িকা।
এবার নিজের স্বামী ফেসল এর সাথে বেবি বাম্পের ছবি তুলে তা ইনষ্টাগ্রামে পোষ্ট করেন পাকিস্তানী এই নায়িকা। আরমিনা খানের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর বিষয়টি অনেকে বাঁকা চোখে দেখেছেন এবং নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়েছে ইনস্টাগ্রাম।
নেতিবাচক মন্তব্য সহ্য করতে না পেরে নিজের ইনস্টাগ্রামের কমেন্ট অফশন বন্ধ করে দেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, আরমিনা খান পাকিস্তান এবং কানাডিয়ান নাগরিক।
আরমিনা খান পাকিস্তানের মুভি ছাড়াও বৃটিশ ছবি ‘ রাইফ ‘ এ অভিনয় করেন, এরপর পা রাখেন বলিউডে, বলিউডে ‘ হাফ ইটস টু মাচ ‘ ছবির মাধ্যমে সাফল্যের চূড়ায় বনে যান এই পাকিস্তানী অভিনেত্রী।