স্পেনকে ৩ – ০ গোলে টাইব্রেকারে বিধস্ত করে মরক্কোর ঐতিহাসিক জয়।স্পেনকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে মরক্কো।
মরক্কো স্পনের ম্যাচ কাতার বিশ্বকাপের হাইবোল্টেজ ম্যাচে রুপ নিয়েছে।
খেলার প্রথম এবং দ্বিতীয়ার্ধে কোন দল গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ের ৩০ মিনিটে , অতিরিক্ত সময়েও দুদলের কোন খেলোয়াড়র গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে , টাইব্রেকারে স্পেনকে ৩-০ গোলে ধূলিসাৎ করে আফ্রিকার দেশ মরক্কো।
বিশ্বকাপের আসরে এই প্রথম কোয়ার্টার ফাইনাল খেলার গৌরব অর্জন করলো সুপার পাওয়ার মরক্কো।