1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,
৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চলমান যুদ্ধের মধ্যে মিয়ানমার থেকে নতুন করে আরো ঢুকলো ৫৬ জন

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

চলমান যুদ্ধের মধ্যে মিয়ানমার থেকে নতুন করে আরো ৫৬ জন বাংলাদেশে প্রবেশ করেছেন। বর্তমানে তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হিন্দু পাড়ায় অবস্থান করছেন।

সোমবার (১৮ নভেম্বর) উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা কিছু লোক কুতুপালং হিন্দু পাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবস্থান করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পুলিশ চাইলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

 

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: অস্ত্র ও গ্রেনেডসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

 

এলাকাবাসী জানায়, আজ সকালে ৪৪ জন এবং কয়েকদিন আগে আরও ১২ জন নারী-পুরুষ মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন।

 

এর আগে, গত ৮ অক্টোবর রাতে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরায় অনুপ্রবেশের সময় ৩৭ জন রোহিঙ্গা আটক হন। তাদের মধ্যে ২১ জন শিশু, ১২ জন নারী ও চার জন পুরুষ ছিলেন। তারা সবাই মিয়ানমারের মংডু শহরের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

সেসময় বিজিবি আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবেদ জানান, বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মিয়ানমার থেকে রোহিঙ্গারা রাতের আঁধারে আলীকদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে। সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন রোহিঙ্গাকে আটক করে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর স্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির দীর্ঘদিন ধেরে যুদ্ধ চলছে। রাজ্যটির অধিকাংশ এলাকায় বর্তমানে নিয়ন্ত্রণ করছে আরকান আমি। এরই মধ্যে রোহিঙ্গারা বিভিন্ন সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়েছে।

 

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD