নিহত শিক্ষার্থী আফসানা করিম রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথমবর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী এবং বেগম খালেদা জিয়া হলের আবাসিক ছাত্রী ছিলেন। তার বাড়ি শেরপুর। তিনি ঢাকার গ্রীণ রোডের গ্রীণ স্কয়ারে পরিবারের সঙ্গে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) থেকে নতুন কলাভবনের দিকে যাচ্ছিল রিকশাটি। বিপরীত দিক থেকে আরেকটি রিকশা ডেইরি গেটের দিকে যাচ্ছিল। রিকশা দুটি হঠাৎ মুখোমুখি হওয়ায় গতি সামলাতে না পেরে একটি রিকশা আফসানাকে ধাক্কা দেয়। আফসানা তখন রাস্তা পার হচ্ছিল। এতে তিনি ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা খান। পরে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের ডিউটি ম্যানেজার সবুজ জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে এনাম মেডিকেলে আনা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
আফসানা রাচির সহপাঠী কানিজ ফাতেমা বলেন, রাচি আজ বিকেলে একাই হাঁটতে বেরিয়েছিল৷ খবর পেয়ে হাসপাতালে এসেছি। মাত্র এক মাস আগে আমাদের ক্লাস শুরু হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, আমরা ইতোমধ্যে সিসিটিভি দেখে রিকশাচালককে শনাক্ত করেছি। আমরা অনতিবিলম্বে ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নেব।
এদিকে শিক্ষার্থী নিহতের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।