এবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেছেন, ‘এই দিনটির জন্য আমরা ১৭ বছর অপেক্ষা করেছিলাম। সামনে নির্বাচন, আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। মানুষের ঘরে ঘরে যেতে হবে, ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলতে হবে।’বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে বৈদ্যবাড়ী সরকারি প্রাথমিক মাঠে বলীয়ান ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা মো. নাজমুল হক মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম শমসের আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, শাহিনুর মল্লিক জীবন, জাকির হোসেন খান বাপ্পি, জেলা মহিলা দলের সহসভাপতি তাহসিনা হক লুনা। পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম সেলিম, আবুল ফজল প্রমুখ।