শীতার্তদের মাঝে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাবি শাখা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে কর্মসূচির প্রথম দিন কম্বল বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মুরাদ চত্বর, টারজান পয়েন্ট, বিভিন্ন অনুষদ ভবন, আবাসিক হলসহ বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়। কর্মসূচির প্রথম দিন ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ও ডাইনিংয়ের কর্মচারী, নিরাপত্তা প্রহরীসহ বিভিন্ন কর্মজীবী মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।
এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হারুনুর রশিদ রাফি বলেন, ইতোমধ্যে আমাদের ক্যাম্পাসে শীতের আবহ শুরু হয়েছে। এই শীতের রাতে নৈশপ্রহরীরা অনেক কষ্ট করে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দেন। ওনারা কষ্ট করে আমাদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন। শীতে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার জন্য আমাদের এই শীতবস্ত্র উপহার কর্মসূচি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকি বলেন, শীতার্তদের সাহায্যে আমাদের এ কর্মসূচি মাসব্যাপী চলমান থাকবে। মাসব্যাপী ধাপে ধাপে কম্বল, হুডিসহ শীতবস্ত্র বিতরণ করা হবে। ভবিষ্যতেও ছাত্রশিবিরের এ ধরনের কর্মসূচি চলমান থাকবে।