হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি ইজিবাইক ভাড়া করে বয়রার দিকে যাচ্ছিলেন আব্দুল্লাহ। নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। ইজিবাইকটি নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ডায়াবেটিক হাসপাতাল পার হয়ে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের(মন্নুজান স্কুল) সামনে গিয়ে পাশের দোকান থেকে ইজিবাইকচালককে পাশের দোকান থেকে সিগারেট আনতে বলায় চালকের সন্দেহ হয়। এসময় তিনি চিৎকার দিয়ে আশপাশের লোকজন জড়ো করলে যাত্রী ভুয়া পুলিশকে এলাকাবাসী এসে গণপিটুনি দেয়। পরে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।
ইজিবাইকচালক মোহাম্মদ রাসেল মল্লিক বলেন, আমি খুলনা জেলার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকার বাসিন্দা।