এ অ্যাপের প্রচারের জন্য নির্মিত একটি ভিডিওটিতে বুবলী বলেন, ‘আমি বুবলী, (প্রতিষ্ঠানের নাম) একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য? শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কর না। জেতার আনন্দ উপভোগ কর, নিরাপত্তার স্বার্থে। যেখানে খেলা শুধু জেতার জন্য।’
বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও এক ধরনের অপরাধ। তবুও বুবলী কীভাবে প্রকাশ্যে জুয়া কোম্পানির ওয়েবসাইটের প্রচারণা চালাচ্ছেন।
এর আগে অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, পরী মণির মতো তারকাদের জুয়ার বিজ্ঞাপনে দেখা গেছে। এবার এই দলে নাম লেখালেন বুবলী।