বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার করা হলো ছয় হেভিওয়েট নেতাকে। আগামী ১০ ডিসেম্বর শনিবার বিএনপির জনসমাবেশকে ঘিরে বিএনপি কার্যালয়ে সমাবেশ পূর্ব আলোচনা চলাকালীন সময়ে নেতাকর্মীদের গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি) । সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে হানা দেয় ডিবি পুলিশ এই সময় বিএনপির ছয় নেতাসহ শতাধিক কর্মীকে আটক করে পুলিশ।
আটককৃত নেতারা হলেন ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম , ঢাকা উত্তরের আহবায়ক আমান উল্লাহ আমান , সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ন সচিব খায়রুল কবির খোকন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস এবং বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।