এবার রাজধানীর বনশ্রী এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে খালে পড়ে গেছে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে জানা গেছে। যাত্রীবাহী বাসটি আলিফ পরিবহনের।
এ ঘটনায় পাঁচজন সামান্য আহত হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার ও খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দাউদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
রোজিনা আক্তার জানান, তাঁরা আজ বিকেল ৫টা ৪২ মিনিটে ওই যাত্রীবাহী বাস খালে পড়ে যাওয়ার খবর পান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজ চালাচ্ছে।
রাত ৯টা ২০ মিনিটে কথা হয় ওসি মুহাম্মদ দাউদ হোসেনের সঙ্গে। তিনিবলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে মিলে পুলিশ রেকারের সাহায্যে বাসটি খাল থেকে টেনে তোলার চেষ্টা করছে। এ দুর্ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।