সুইজারল্যান্ড বিপক্ষে ৬ – ১ গোলে জিতে পর্তুগাল এবং এবারের কাতার বিশ্বকাপের প্রথম হ্যাট্টিক করলো পর্তুগালের খেলোয়াড়ের রামোস। যেটি কাতার বিশ্বকাপের যে কোন ফুটবলারের প্রথম হ্যাট্টিক ।
সুইসদের বিপক্ষে ক্রিষ্টিয়ানা রোনালদোকে মূল একাদশে রাখা হয়নি বসিয়ে রাখা হয়েছে ডাগ আউটে। বিরতি পর মাঠে নামানো হয়েছে সি আর সেভেন খ্যাত এই ফুটবলারকে।
এদিকে, রোনালদোকে কেন মূল একাদশে রাখা হয়নি তা নিয়ে চটেছেন রোনালদোর স্ত্রী জর্জিনা। জর্জিনা বলেন, ক্রিষ্টিয়ানাকে সেরা একাদশে দেখতে না পেরে আমি এবং রোনালদোর সমর্থকরা হতাশ হয়েছি।
পর্তুগাল কোচ সান্তোসের সাথে রোনালদোর দ্বন্দ্বের কারনে রোনালদোকে সুইসদের বিপক্ষে প্রথমর্য়াধে মাঠে নামানো হয়নি অনেকে মনে করেন তবে কোচ সান্তোস দাবি করেন ক্রিষ্টিয়ানার সাথে তার শত্রুুতা নেই বরং তাদের বন্ধুত্ব সব সময় অটুট আছে।
সুইসদের ৬ – ১ গোলে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পর্তুগাল।
কোয়ার্টার ফাইনাল পর্তুগাল মুখোমুখি হবে উত্তর আফ্রিকার দেশ মরক্কোর