বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল( ৮ ডিসেম্বর) বুধবার পুলিশ এবং বিএনপির নেতাকর্মীদের ঝটিকা সংঘর্ষে উদ্বেগ জানিয়েছেন, ঢাকায় নিযুক্ত মাকিন রাষ্ট্রদূত পিটার হাস।
পিটার হাস বলেন, সব দলেরই উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং রাজনৈতিক সহিংসতা ভয়ভীতি ও উদ্বেগ অরাজকতা থেকে বিরত থাকা।
গতকালের পুলিশের সাথে সহিংসতায় বিএনপির কর্মী মকবুল আহমেদ মারা যায়। তাছাড়াও বিএনপির তিন শতাধিক নেতাকর্মী আটক আছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার সময় নাইটিংগেল মোড়ে পুলিশের বাঁধার সম্মুখীন হয়।।
পুলিশ আজ বৃহস্পতিবার বিএনপির নয়াপল্টনে কার্যালয়ে দফায় দাফায় চিরুনি অভিযান চালায়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের কাযালয় থেকে বক্তব্য বলেন, ( ১০ ডিসেম্বর) রবিবার বিএনপির গনসমাবেশ নয়াপল্টনে হবে তবে বিকল্প স্হান দিলে তা বিবেচনা করা হবে।