নুসরাত ফারিয়া শোবিজের অঙ্গনে একটি আলোচিত মুখ। ঢাকাই সিনেমার লাস্যময়ী এই নায়িকা তার রুপের ঝলক ও অভিনয়ের মুনশিয়ানা দিয়ে ঢালিউড ও টালিউডের সিনেমা প্রেমিদের মন জয় করেছেন ইতিমধ্যে।
সাম্প্রতিক সময় নুসরাত ফারিয়ার বিয়ের খবর আবারও মিডিয়া পাড়ায় আলোচনায় আসে, এবার ফারিয়া ও তার প্রেমিক রনি রিয়াদ রশিদের ৭ বছরের প্রেমের সম্পর্কে ভাঙ্গনের সুর বেজে উঠলো। ফারিয়া জানান, ২০২০ সালের মার্চ মাসে রনি রিয়াদ রশিদের সাথে তার বাগদান সম্পূর্ণ হয়েছে এবং জুন মাসে তাদের আংটি বদল হয় বাকি ছিল বিয়ের দিনক্ষন হওয়ার তারিখ কিন্তু বিধিবাম, রনি রিয়াদ রশিদের সাথে তার বিয়ে হচ্ছে না । নুসরাত বলেন, রনি ও আমি স্বামী- স্ত্রী না থাকলেও দুজনের বন্ধুত্ব থাকবে অবিচল।
আপাতত বিয়ে করা নিয়ে ভাবছেন না ঢাকাই সিনেমার এই নায়িকা, বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
২০১৫ সালে ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ‘আশিকি ‘ ছবি দিয়ে আলোচনায় আসেন এই নায়িকা এরপর বসগিরি, ধ্যাততেরিকে সহ আরও কয়েটি ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি উপহার দেন তিনি।
বাংলাদেশের প্রযোজনায় শাহেন শাহ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে মাত্র একটি ছবিতে আত্মপ্রকাশ করেন তিনি।