যুক্তরাজ্য আওয়ামী লীগ সমাবেশ : শেখ হাসিনা কিভাবে যুক্ত হবেন বলতে পারবে ভারত
প্রকাশিতঃ
শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন—তা ভারত জানে এবং ভারতই ভালো বলতে পারবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম গতকাল বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসংক্রান্ত প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, যুক্তরাজ্যে আগামী ৮ ডিসেম্বর শেখ হাসিনার সভাপতিত্বে একটি বড় সমাবেশ করতে যাচ্ছে সেখানকার আওয়ামী লীগ। ওই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা।