বিএনপির গনসমাবেশকে ঘিরে দূরপাল্লার বাসে গুলোতে চেক পোষ্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ।
১০ ডিসেম্বর শনিবার বিএনপির গনসমাবেশ উপলক্ষে সারা দেশ থেকে বিএনপির নেতা কর্মীরা ঢাকার দিকে হন্য হয়ে ছুটছে।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সকাল থেকে রাত অবধি চলছে পুলিশের তল্লাশি। তাছাড়া, গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকার পোস্তগোলা, কদমতলী, সায়েদাবাদ ও গাবতলী বাসস্ট্যান্ডে চলছে তল্লাশি। পুলিশ যাত্রীদের ব্যাগ, বস্তা , পকেট তল্লাশি করছে এবং দূর পাল্লার যাত্রীদের সন্দেহ জনক হলে জিজ্ঞাসা করছে পুলিশ।
পরিবহন চালকরা বলেন, পুলিশ গাড়ি থামিয়ে তল্লাশি করছে, আমাদের গাড়ি থামিয়ে কাগজপত্র দেখছেন এবং এক একটি গাড়ি থামিয়ে আধা ঘন্টা ধরে চেকিং এর নামে সময় নস্ট করছে তদুপরি চেকিং করে কিছু পাচ্ছে না।