বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবারবার (৯ ডিসেম্বর) মাঠে নামবে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া কিন্তু কোয়ার্টার ফাইনালের এই ম্যাচকে ঘিরে বিস্ফোরক মন্তব্য করলেন ব্রাজিলের আলোচিত ও সমালোচিত মডেল ডায়ান টোমাজন।
টোমাজন ব্রাজিল -ক্রোয়েশিয়া হাইভোল্টেজ ম্যাচ ঘিরে নিজের প্রতিক্রিয়ায় বলেন , ব্রাজিলের প্রতিটি গোলে টপলেস হবেন এবং তা পোস্ট করবেন।
টোমাজন বলেন, এবারের কাতার বিশ্বকাপের শিরোপার দাবিদার লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।
ব্রাজিলের ২৪ বছর বয়সী এই মডেল বিশ্বকাপে ব্রাজিল দলকে সমথর্ন দিয়ে যাচ্ছেন ইনস্ট্রাগ্রামে ছবি পোস্ট করে।
বিশ্বকাপে মডেল ও অভিনেত্রীরা আলোচনায় আসার জন্য মশলাদার মন্তব্য মেতে ওঠে বৈকি, বিশ্বকাপকে মডেল ও অভিনেত্রীরা ঢাল হিসেবে ব্যবহার করছে আলোচনায় থাকার জন্য ।