1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৩ই রজব, ১৪৪৭ হিজরি

স্বৈরাচার আসাদের ক্যান্সার আক্রান্ত স্ত্রী আর সন্তানরা কোথায়?

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

messenger sharing button
facebook sharing buttonযদিও সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করার আগেই দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। আর তাতেই অবসান হয় তার শাসনকালের। এই আবহে এবার প্রশ্ন উঠছে বাশারের দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ক্যানসারে আক্রান্ত স্ত্রী ও সন্তানেরা এখন কোথায় রয়েছে?

জানা গিয়েছে, প্রেসিডেন্ট দেশ ছাড়ার আগেই স্ত্রী আসমা আসাদ এবং তাদের তিন সন্তান আগেই সিরিয়া ছেড়েছেন। নভেম্বর মাসের শেষের দিকে তারা রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বলা বাহুল্য, স্ত্রী আসমা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। তাই তিনি খুব একটা জনসম্মুখে আসতেন না। আসমা লন্ডনে ছোট থেকে বড় হয়েছেন। বাশার কে বিয়ে করার পর তিনি সিরিয়ায় চলে আসেন। পেশায় তিনি ছিলেন বিনিয়োগ ব্যাংকে কর্মচারি।

শুধু তাই নয় ২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধের সময় আসমা নিহত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে ও দাতব্য কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। কিন্তু এদিন সিরিয়ার বিদ্রোহীরা দামেস্কে প্রবেশ করতেই নিখোঁজ হয়ে গেলেন বাশারের স্ত্রী। কোথায় রয়েছেন তিনি তা নিয়ে উঠছে প্রশ্ন।অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট বাশার দামেস্ক ছেড়ে পালিয়েছেন। এর আগে সিরিয়ার দুইজন সেনা কর্মকর্তা জানিয়েছিলেন, বাসার প্লেনে করে দামেস্ক ছেড়েছেন। তারা জানান, দামেস্ক বিমানবন্দর থেকে সিরিয়ার একটি বিমান উড়ে গিয়েছে। এরপর বিমানটি সিরিয়ার উপকূলীয় অঞ্চলের দিকে যায়। তবে আচমকা বিমানটি ইউ-টার্ন নিয়ে কয়েক মিনিটের জন্য উল্টো দিকে উড়ে যায় এবং ম্যাপ থেকে অদৃশ্য হয়ে যায়। তবে তিনি ঠিক কোথায় গেছেন সেই সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায় নি। শুধু তাই নয়, বিমানটিতে কারা ছিলেন তাও এখনও জানা যায় নি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD