পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও ২০১৮ এর রানার্স আপ ক্রোয়েশিয়ার ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ মাঠে গড়াবে আজ।
বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে চারবার মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া। চারবারের সাক্ষাতে তিন ম্যাচ জিতেছে ব্রাজিল এক ম্যাচ ড্রয়ে রুপ নিয়েছে অর্থাৎ ব্রাজিলের তিনটি জয়ের বিপরীতে জয়হীন ক্রোয়েশিয়া।
লাতিন আমেরিকার দেশ ব্রাজিল সর্বশেষ সেমিফাইনাল খেলে ২০১৪ সালে জার্মানির বিপক্ষে। সর্বশেষে ফাইনাল খেলে ২০০২ সালে। এবার কাতার বিশ্বকাপে ব্রাজিল ছন্দময় ফুটবল খেলে নিজ দেশ ও মানুষকে স্বপ্নে বিভোর রাখছে বিশ্বজয়ের ‘দ্যা গ্রেটেষ্ট শো অন আর্থ ‘ জয় করার জন্য ।
এদিকে, ব্রাজিলের কোচ তিতে তার টিম কম্বিনেশন নিয়ে ফুরফুরে মেজাজে আছে। সদ্য ইনজুরিতে থেকে ফেরা নেইমারকে নিয়মিত দলে পেয়ে উচ্ছ্বাসিত কোচ তিতে ও তার সতীর্থরা। পেলে, রোনালদো ও কার্লোসের উত্তরসূরীরা কি পারবে ক্রোয়েশিয়াকে চূর্নবিচূর্ন করে সেমির পথে যেতে হয়তো সেটি সময় বলে দিবে ।