সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল পৌনে চারটার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্ট চলাকালে মঞ্চ ভেঙে পড়ে। এতে নিউজ-২৪, মাছরাঙা, এটিএন নিউজসহ বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক আহত হন।
উন্মুক্ত এই কনসার্টে পারফর্ম করবেন জেমস, সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
কনসার্ট ঘিরে মানিক এভিনিউ চত্বরে জড় হয়েছেন হাজারও মানুষ। সংগীতশিল্পী ইথুন বাবু এবং মৌসুমী বেলা আড়াইটায় মঞ্চে উঠেন। তারা গেয়েছেন ‘আমি মেজর জিয়া বলছি’ গানটি।
কনসার্টের আয়োজন করেছে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি সংগঠন। এর আহ্বায়ক বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।