এক ব্যবহারকারী লিখেছেন, ‘এভাবেই ক্যামেরার সামনে চুমু দিতে হয়!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘আর মাত্র ৩২ দিন, এরপর তারা আবার হোয়াইট হাউসে ফিরবেন!’ একজন আরও যোগ করেছেন, ‘এটাই আমার প্রেসিডেন্ট!’
এ বছরের শুরুতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনের সময়ও এই দম্পতি ভাইরাল হয়েছিলেন। সেখানে রিপাবলিকান প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর ট্রাম্প মেলানিয়াকে চুমু দিতে এগিয়ে যান। তবে মেলানিয়ার সামান্য ‘উপেক্ষার’ কারণে তখন অনেক মজার মিম এবং অনলাইন প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ সপ্তাহে ট্রাম্প তার ফ্লোরিডার পাম বিচে অবস্থিত ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে সময় কাটান। সেখানে তাকে একটি সাদা গলফ টি-শার্ট, কালো প্যান্ট ও জুতো পরা অবস্থায় দেখা যায়। তবে তার এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার চুল।
অনেকে ভেবেছিলেন, ট্রাম্প হয়তো নতুন হেয়ারকাট করিয়েছেন। তবে পরে জানা যায়, এটি তার পরিচিত ‘হ্যাট হেয়ার’ এর ফল, যা তার সাধারণ ভলিউমিনাস হেয়ারস্টাইলের চেয়ে আলাদা দেখাচ্ছিল।
ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট-ইলেক্ট জেডি ভ্যান্স আগামী ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ইউএস ক্যাপিটল বিল্ডিং-এ শপথ নেবেন। এই সময় ট্রাম্পের নতুন প্রশাসনের যাত্রা শুরু হবে।







