গত ২০ ডিসেম্বর সদ্য ভূমিষ্ঠ নবজাতককে হাসপাতাল থেকে চুরি করা হয়। এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ঘটনার পর থেকেই বিষয়টির ওপর গভীর নজর রাখছিল র্যাব। নবজাতক উদ্ধারের তদন্তে নেমে র্যাবের গোয়েন্দারা পায় সংঘবদ্ধ চক্রের সন্ধান। এরপর আরও গভীরে যায় তারা। সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ।
তিনি আরও বলেন, ফুটেজ বিশ্লেষণ করে এগোতে থাকে তদন্ত। চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা অভিযান পরিচালনা করেন। পরে রাজধানীর উত্তরখান থেকে ধরা হয় আসামিকে। উদ্ধার করা হয় চার দিন বয়সী নবজাতককে।