1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৭ই রজব, ১৪৪৬ হিজরি

স্টেজে ওঠার আগে থরথর করে কেঁপেছি : ঐশী

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
যদিও হিমশীতল বাতাসের কারণে দিনাজপুরে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। কনকনে হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত। সড়ক-মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। থেমে গেছে নিম্ন আয়ের মানুষের কর্মচাঞ্চল্য।
এমনও হয়েছে, স্টেজে ওঠার আগে থরথর করে কেঁপেছি। তবে যেই মাইক্রোফোন হাতে ধরেছি সঙ্গে সঙ্গে শরীর গরম হয়ে গেছে। কোনো রকম একটা গান করতে পারলেই হয়েছে, আমার সঙ্গে সঙ্গে দর্শকও নেচেছে। বুঝতেই পারছেন শীত নিয়ে অতটা ভয় কোনোকালেই ছিল না।
নোয়াখালী থেকে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করার সময় থেকে শীত কিছুটা মিস করি।তবে বছরের একটি দিন সবাই মিলে নোয়াখালী গিয়েছি। বাড়ির উঠোনে বড় হাঁড়িতে হাঁসের মাংস রান্না করেছি। রুটি দিয়ে সবাই মিলে খেয়েছি। আড্ডা দিয়েছি।
শীতে আমি কণ্ঠ ঠিক রাখার জন্য মসলা চা খাই বেশির ভাগ সময়। একটু এলাচি দিয়ে, লং মিশিয়ে চা করে খেলে বেশ তৃপ্তিও লাগে। আমাদের দেশে এখনো অনেকে দরিদ্রসীমার নিচে বসবাস করে। তাদের জন্য শীতকালটা বেশ কষ্টের। সবাই মিলে চেষ্টা করলে এই শীতে তারাও ভালো থাকতে পারে। যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। শীতে চামড়া একটু শুষ্ক হয়ে যায়। এটার জন্য তো প্রসাধনীর বিকল্প নেই। ময়েশ্চারাইজার ক্রিম, লিপজেল অবশ্যই ব্যাগে রাখি। অন্যদের ক্ষেত্রেও সেটা রাখতে বলব।আজ (গতকাল) আমার নতুন গানের টিজার প্রকাশ পেয়েছে। ‘বাজার ভালা না’ শিরোনামের গানটি আমার সঙ্গে গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল ভাই। সবচেয়ে মজার ব্যাপার, এই গানে আমার আর মার্সেল ভাইয়ের সঙ্গে মডেল হয়েছেন আমার স্বামী আরেফিন জিলানি। আশা করি, গানটি সবাই শুনবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD