বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্টেডিয়ামে ঢুকতে না পেরে কান্নাকাটি করা মেয়েটির নাম জেবা জান্নাত তিনি একাধারে মডেল ও অভিনেত্রী।
সেদিন জেবা কেন হাউমাউ করে কান্নাকাটি করেছেন জানাযাক এবার , সবারমতো টিকিট কেটে বাংলাদেশ ভারতের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রবেশ করতে যান জেবা কিন্তু স্টেডিয়ামে ঢুকতে বাঁধা দেয় গেটম্যানরা। গেটম্যানরা বলেন, এই গেট দিয়ে প্রবেশ করা যাবে না অন্য গেটে যান এইভাবে এই গেট সেই গেট করে চাতক পাখির মতো ঘুরতে ঘুরতে স্টেডিয়ামে প্রবেশ করতে না পেরে কান্নাকাটি করেন হালের এই মডেল ও অভিনেত্রী।
অবশেষে জেবার কান্নাকাটি দেখে এক গেটম্যান তাকে স্টেডিয়ামে খেলা দেখার সুযোগ করে দেয়।
মডেল ও অভিনেত্রী জেবা ১৫ টির বেশি নাটকে অভিনয় করেছেন।