1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৩ই রজব, ১৪৪৭ হিজরি

মরক্কো উপকূলে নৌকা ডুবে ৬৯ জনের মৃত্যু

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

অস্থায়ী নৌকাটি প্রায় ৮০ জন যাত্রী ছিল। তবে মাত্র ১১ জন বেঁচে গেছেন বলে জানিয়েছে মালির প্রবাসী মন্ত্রণালয়। জীবিতদের মধ্যে ৯ জন মালির নাগরিক।পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি সংকট ব্যবস্থাপনা দল পাঠানো হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

মালি দীর্ঘদিন ধরে জিহাদি ও বিচ্ছিন্নতাবাদী সহিংসতার শিকার হয়েছে। এর ফলে ২০২০ এবং ২০২১ সালে সামরিক অভ্যুত্থান ঘটে।জান্তা সরকার ২০২৪ সালের মার্চের মধ্যে বেসামরিক শাসনে ফিরে যাওয়ার জন্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখনও তা হয়নি।দেশের উত্তর এবং পূর্বাঞ্চলের বড় অংশ অশান্তির কারণে শাসনহীন হয়ে পড়েছে।

বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিকাজে প্রভাব পড়ায় অনেকেই উন্নত জীবনের সন্ধানে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। তবে এই যাত্রা অত্যন্ত বিপজ্জনক।

স্পেনের অধিকার রক্ষা সংস্থা কামিনানদো ফ্রনটেরাসের তথ্য অনুযায়ী, এই বছর আফ্রিকা থেকে স্পেনে নৌকায় যাত্রার সময় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

আফ্রিকার মৌরিতানিয়া এবং মরোক্কোর আটলান্টিক উপকূল থেকে স্পেন পর্যন্ত বিস্তৃত এই অভিবাসন পথকে বিশ্বের অন্যতম বিপজ্জনক রুট হিসেবে বিবেচনা করা হয়।

এই বিপজ্জনক পথে পাড়ি জমানোদের অনেকেই সাব-সাহারান আফ্রিকার বাসিন্দা। নিজ নিজ দেশে দারিদ্র্য এবং সংঘাত থেকে বাঁচার জন্য পালিয়ে যান তারা।

মরোক্কো থেকে স্পেনের মূল ভূখণ্ডের সবচেয়ে কাছের দূরত্ব মাত্র আট নটিক্যাল মাইল বা ১৪ কিলোমিটার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD