1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ,
১৩ই রজব, ১৪৪৭ হিজরি

পরপর ৩ কন্যাসন্তান,গায়ে পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

 

যদিও পরপর দুই কন্যাসন্তান হয়েছিল। তৃতীয়বার আবারও কন্যাসন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী। আর তৃতীয় সন্তানও কন্যা হওয়ায় স্ত্রীকে নিত্যদিনই বিদ্রুপ করতেন স্বামী। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতন্ডাও হতো। শেষপর্যন্ত স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল ওই স্বামীর বিরুদ্ধে। মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যম বলছে, অভিযুক্ত ওই যুবকের নাম কুন্দলিক উত্তম কালে। তার বাড়ি মহারাষ্ট্রের মুম্বাই থেকে ৫২০ কিলোমিটার দূরের গঙ্গাখেড় নাকা এলাকায়। মুম্বাই পুলিশকে লিখিত অভিযোগে মৃতের বোন জানিয়েছেন, তিন কন্যাসন্তানের জন্ম দেওয়ায় তার বোন ময়নাকে উপহাস করতেন কুন্দলিক।

পুলিশ জানিয়েছে, বার বার কন্যা সন্তান হওয়া নিয়ে গত বৃহস্পতিবার রাতেও স্ত্রীকে উপহাস করেন কালে। এই নিয়ে বাক-বিতন্ডা হলে ময়নার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন অভিযুক্ত যুবক। পরে আগুন গায়েই ময়না দৌড়ে বাড়ির বাইরে আসেন। আর্তনাদ করতে থাকেন। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে হত্যার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD