আক্রমন পাল্টা আক্রমন মধ্য দিয়ে ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচ গ্যালারিতে থাকা দর্শকে উন্মাদনার মধ্যে বিনোদিত করেছে ১২০ মিনিট।
খেলার নির্ধারিত ৯০ মিনিটে দুদল পায়নি গোল বারের নাগাল। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে , ম্যাচের ১০৬ মিনিটে নেইমারের ক্যারিশমায় গোল পেয়ে ১-০ গােলে এগিয়ে যায় ব্রাজিল এরপর ১১৭ মিনিটে ক্রোয়েশিয়া দূর্দান্ত গোলে খেলায় সমতা আনে, খেলার তখন বাকি ছিল মাত্র তিন মিনিট, এর পর কোন দল আর গোল করত না পারায় খেলা রুপ নেয় টাইব্রেকারে।
টাইব্রেকারে শটে প্রথমে বাজিমাত করে ক্রোয়েশিয়া, ব্রাজিলের প্রথম শট আটকে দেন ক্রোয়েশিয়ার গোল কিপার, এরপর টানা গোল করতে থাকে ক্রোয়েশিয়া, ব্রাজিল চতুর্থ শটে আবারও গোল করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত ৪ – ২ গোলে জিতে যায় ২০১৮ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া।
ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালের পৌঁছে গেল ক্রোয়েশিয়া। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় নিতে হল বিশ্বকাপের শেষ আট থেকে ।