মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, রাত্রিকালীন জীবনযাপনের জন্য বোউরবোন সড়কটি বিশেষভাবে পরিচিত। অনেকেই এ সড়কে নববর্ষ উদ্যাপনের জন্য জড়ো হয়েছিলেন। এ ভিড়ের মাঝে একটি বেপরোয়া গতির ঢুকে পড়লে ১০ জন নিহত হন। এ ছাড়া আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নিউ অরলেন্স জরুরি স্বাস্থ্য সেবা (নোয়েমস) কর্তৃপক্ষ।
এ ঘটনায় লুজিয়ানার গভর্নর জেফ লন্ড্রি এ বিষয়ে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আজ সকালে বোউরবন সড়কে একটি নৃশংস সহিংসতা হয়েছে। শ্যারন (লন্ড্রি স্ত্রী শ্যারন লন্ড্রি) ও আমি ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করছি এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। আমি সবাইকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’