1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৭ই রজব, ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানে ঢুকে পড়ল গাড়ি, নিহত ১০

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

এবার মার্কিন যুক্তরাষ্ট্রে লুজিয়ানা অঙ্গরাজ্যের নিউ ওরলেন্সে খ্রিষ্টিয় নববর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানের ভিড়ে ঢুকে পড়া বেপরোয়া গতির গাড়ির চাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় সময় সকালে ওরলেন্সের বোউরবোন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, রাত্রিকালীন জীবনযাপনের জন্য বোউরবোন সড়কটি বিশেষভাবে পরিচিত। অনেকেই এ সড়কে নববর্ষ উদ্‌যাপনের জন্য জড়ো হয়েছিলেন। এ ভিড়ের মাঝে একটি বেপরোয়া গতির ঢুকে পড়লে ১০ জন নিহত হন। এ ছাড়া আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে নিউ অরলেন্স জরুরি স্বাস্থ্য সেবা (নোয়েমস) কর্তৃপক্ষ।

এ ঘটনায় লুজিয়ানার গভর্নর জেফ লন্ড্রি এ বিষয়ে নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, আজ সকালে বোউরবন সড়কে একটি নৃশংস সহিংসতা হয়েছে। শ্যারন (লন্ড্রি স্ত্রী শ্যারন লন্ড্রি) ও আমি ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করছি এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। আমি সবাইকে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD