1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাত্র আন্দোলনে সহিংসতা: আসামি ৯৫২ পুলিশ সদস্য

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ৪ মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় সারা দেশের বিভিন্ন থানায় পুলিশের বিরুদ্ধে মোট দুই হাজার ২০৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় হামলায় সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন থানায় ৯৫২ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এই তালিকার মধ্যে সাবেক ও বর্তমান আইজিপি থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের পুলিশ সদস্যরা রয়েছেন।

পুলিশ সদর দপ্তরের এক তালিকায় এ তথ্য জানা যায়। সমপ্রতি বিভিন্ন থানায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার তথ্য নিয়ে তালিকাটি তৈরি করা হয়। তালিকা অনুযায়ী, পুলিশের সাবেক ছয় আইজিপির বিরুদ্ধে মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৫৫টি মামলা হয়েছে।

দুর্নীতির অভিযোগে বহুল সমালোচিত সাবেক আইজিপি বেনজীর আহমেদের নামে ১১টি মামলার তথ্য পাওয়া গেছে। বাকি চার সাবেক আইজিপির মধ্যে এ কে এম শহিদুল হকের বিরুদ্ধে ২৩টি, হাসান মাহমুদ খন্দকারের বিরুদ্ধে সাতটি, জাবেদ পাটোয়ারীর বিরুদ্ধে দুটি এবং এম সানাউল হকের বিরুদ্ধে একটি মামলার তথ্য পাওয়া গেছে।

পুলিশ সদর দপ্তরের (এআইজি মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, প্রতিটি মামলার তদন্ত শুরু হয়েছে। তদন্তসাপেক্ষে অভিযোগের সত্যতা অনুযায়ী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে যদি কেউ ভিন্ন উদ্দেশ্যে মামলা করে থাকে, সে বিষয়টিও তদন্তে উঠে আসবে। এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD