৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে ২২৭ রানের বিরাট ব্যবধানে হারিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ালো ভারত।
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রন জানায় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ভারত ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ৪০৯ রানের পাহাড় সমান স্কোর, ভারতের ড্যাসিং ব্যাটসম্যান কিষান খেলেন ২১০ রানের ঝলমলে এক ইনিংস, কিষানের ডাবল সেঞ্চুরি ও বিরাট কোহেলির সেঞ্চুরিতে বিশাল পুঁজি পায় ভারত।
বাংলাদেশ পক্ষে এবাদত ও তাসকিন নেন দুটি করে উইকেট। সাকিব ও মুস্তাফিজ ১ টি করে উইকেট নেন।
৪১০ রানের পাহাড় সমান রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ এবং ৩৪ ওভারে ১৮২ রানে অলআউট হয়ে যায় সাকিবরা । বাংলাদেশ পক্ষে সাকিব আল হাসান ৪৩ এবং লিটন দাস করেন ২৯ রান।
সিরিজে ২-১ এগিয়ে থেকে আগেই সিরিজ জয় নিশ্চিত করছিল টিম টাইগারসরা। তাই এই ম্যাচ ছিল বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার ম্যাচ। ভারতের বিপক্ষে টানা দ্বিতীয়বারের মতো সিরিজ জয় করলো লাল সবুজ জার্সিধারীরা।
সিরিজে বাংলাদেশ ৩টি ওয়ানডে ছাড়াও দুটি টেষ্ট ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।