কাতারে দোহার আল খোরের আল বায়িত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১ টায় ইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
বিশ্বকাপের ইতিহাসে ইল্যান্ডের বিপক্ষে কখনো জয় পায়নি ফ্রান্স। বিশ্বকাপে ফ্রান্স সাতবার মুখোমুখি হয় ইংল্যান্ডের, সাতবারেই জয় পায় ইংল্যান্ড জয় অধরা ফ্রান্সের।
এদিকে, ফ্রান্স কাতার বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলছে, বিশেষ করে এমবাপ্পেের পারফর্মন্স নজর কাড়ে ফুটবল প্রিয়সীদের এখন পর্যন্ত বিশ্বকাপে ৫ গোল করেছেন তিনি।
ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম ইংলিশদের বিপক্ষে জয়েয় জন্য উন্মুখ হয়ে আছেন। জিনেহদিন জিদানের উত্তরসূরীরা ইংল্যান্ডেকে কুপোকাত করার জন্য মাঠে নামবেন এমনটি জানিয়েছেন কোচ দিদিয়ে দেশম।
এদিকে, ইংলিশরা হুমকি দিয়ে রেখেছে ফ্রান্সকে উড়িয়ে দিয়ে সেমিতে থিতু হওয়ার জন্য।