1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
১৭ই রজব, ১৪৪৬ হিজরি

‘অখণ্ড ভারত’ অনুষ্ঠানে বাংলাদেশ-পাকিস্তানকে আমন্ত্রণ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
ভারতীয় আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ, পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোকে ‘অখণ্ড ভারত’ শীর্ষক একটি সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে ভারত। ভারতীয় আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এই সেমিনারটি আয়োজন করা হচ্ছে। মতভেদ দূরে রেখে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক ঐক্যকে উদযাপন করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে। এ ছাড়া ভারত সরকারের এ ধরনের উদ্যোগও এই প্রথম। খবর এনডিটিভির।

এদিকে বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালের পাশাপাশি মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোর কর্মকর্তাদেরও এই সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তান ইতোমধ্যেই সেমিনারে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনো নিশ্চিত করেনি।

বাংলাদেশের জবাবের অপেক্ষায় রয়েছে ভারতীয় কর্মর্কারা। দেশটির সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এমনটাই জানিয়েছে। ঢাকা যদি এই অনুষ্ঠানে যোগদানের বিষয়টি নিশ্চিত করে তাহেল এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে।

ভারতীয় আবহাওয়া বিভাগের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ভারতীয় আবহাওয়া বিভাগের প্রতিষ্ঠার সময় যে দেশগুলো অখণ্ড ভারতের অংশ ছিল, তাদের সবাইকে নিয়ে আমরা এই উদযাপন করতে চাইছি। তবে মোদি সরকার এমন কথা বললেও অখণ্ড ভারত ইস্যুটি বেশ বিতর্কিত একটি বিষয়।

এই অখণ্ড ভারত ধারণা রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের মূল মতাদর্শের অন্যতম। সেই ধারণায় একসময় ভারতবর্ষের ব্যাপ্তি ছিল পশ্চিমে আফগানিস্তান (গান্ধারী কান্দাহারেরই কন্যা) থেকে পূর্বের মিয়ানমার ও উত্তরে তিব্বত থেকে দক্ষিণের শ্রীলঙ্কা পর্যন্ত। অর্থাৎ অখণ্ড ভারতের অংশ ছিল আফগানিস্তান, পাকিস্তান, তিব্বত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কা অস্তিত্বহীন হয়ে পড়বে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD