1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

পর্তুগালকে বিধস্ত করে ইতিহাস রচনা করলাে মরক্কো

  • প্রকাশিতঃ রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

খেলার শেষ বাজি বেজে ওঠার সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন পর্তুগালের ফুটবলের মহাতারকা ক্রিস্টিয়ানা রোনালদো। মরক্কোর বিপক্ষে পর্তুগাল হার কিছুতে মেনে নিতে পারছেন না ক্রিস্টিয়ানা।
কোচ সান্তোস এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে আজও মূল একাদশে রাখেননি সি আর সেভেনকে।

খেলার ৫২ মিনিটে বদলি খেলোয়াড় হিসবে মাঠে ভিড়েছেন তিনি, মাঠে নেমেই বাজিমাত করার চেষ্টা করেছেন প্রথম শটে কিন্তু তা রুখে দেন মরক্কোর গোলকিপার বুনু।

মরক্কো পর্তুগালের ফুটবল ম্যাচটি উপভোগ্য ও বৈচিত্র্যে ঠাসা ছিল। দুদলের খেলোয়াড়রদের অ্যাটাকিং খেলায় সারাক্ষণ মজেছিল দর্শক।

ম্যাচে দুদলই আক্রমন ও পাল্টা আক্রমের মিশেলে মগ্ন ছিল। খেলার ৪২ মিনিটে জয় সূচক গোলটি করেন মরক্কোর খেলোয়াড় ইউসুফ এন নেসেরি এতে মরক্কো এগিয়ে যায় ১-০ গোলে।
বিরতির আগে গোল পেয়ে উজ্জীবিত মরক্কো বিরতির পরও কয়েকবার পর্তুগালের জালে বল পাঠানোর সুযোগ পেয়েও ব্যর্থ হয়।

পর্তুগাল বিরতির পর খেলায় সম্পূর্ণ দাফট দেখালেও গোলের দেখা পায়নি।
পর্তুগালের বিদায়ে ইতিহাস রচনা করে কাতার বিশ্বকাপের শেষ চারের টিকিট পেল মরক্কো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD