তার এই মন্তব্য নিয়ে ভারতে প্রবল বিতর্ক হয়।
তার এই মন্তব্য নিয়ে ভারতে প্রবল বিতর্ক হয়।
এরপর তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান নিশিকান্ত দুবে জানান, তারা মেটা ইন্ডিয়ার কর্মকর্তাদের কমিটির বৈঠকে ডাকবেন ও জেরা করবেন।
মেটা ক্ষমা চাওয়ার পর নিশিকান্ত বলেছেন, ‘ভারতের ১৪০ কোটি মানুষের জয় হলো।’
কী বলেছিলেন জাকারবার্গ?
জাকারবার্গ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রচুর মানুষ মনে করে, এটা যুক্তরাষ্ট্রের ঘটনা। কিন্তু আমি মনে করি, কভিডের প্রতিক্রিয়ায় বিশ্বজুড়ে অনেক সরকারের ওপর থেকে মানুষের আস্থা কমে গিয়েছিল।
তিনি আরো বলেছেন, ‘মার্কের পর্যবেক্ষণ অন্য অনেক দেশের ক্ষেত্রে সত্যি। কিন্তু ভারতের ক্ষেত্রে নয়।’
‘এনডিএ জিতেছে’
এদিকে প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা বলেছেন, ‘২০২৪ সালের লোকসভা ভোটে এনডিএ জিতেছে। বিজেপির আসন কমে গেছে। বিজেপি একার ক্ষমতায় সরকার গঠনের মতো অবস্থায় আর নেই। কিন্তু নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ জিতে তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে।’
তিনি আরো বলেন, ‘এর আগের দুইবার বিজেপি একার ক্ষমতায় সরকার গঠনের অবস্থায় থাকলেও এনডিএর শরিক দলগুলোকে নিয়েই চলেছিল। তারাও সরকারে ছিল। ফলে প্রথম দুইবারও মোদির নেতৃত্বে এনডিএ সরকার ছিল। এবারও তা-ই হয়েছে। মোদি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। ফলে মোদি হেরে গেছেন, এটা কোনোভাবেই বলা যাবে না।’