ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মা ও জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী সাথে সৌজন্যে বৈঠক হয়েছে।
স্পীকারের নিজ কার্যালয়ে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক হয়।
বৈঠকে ভারত বাংলাদেশের আর্থসামাজিক বিষয় প্রাধান্য পায় এবং দুদেশের বন্ধুত্বপূর্ন সম্পর্ক অগ্রাধিকার পায়। দুদেশের ব্যবসা বানিজ্য, বিদুৎ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্হা, গঙ্গা পানি চুক্তি ও সাংস্কৃতিক বিষয় বৈঠকে প্রাধান্য পায়।
ভারতের হাইকমিশনার প্রনয় ভার্মা বলেন, বাংলাদেশ ভারতের ঐতিহাসিক সম্পর্ক সব সময় অটুট থাকবে এবং প্রতিবেশী বাংলাদেশ সর্বদা ভারতের সহযোগিতা পাবে।
স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর বলেন, ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে বাংলাদেশের রেলওয়ের ব্যবস্হা সহজকীকরন ও জাতীয় সংসদের পঞ্চাশ বছর পুর্তি র্উপলক্ষে ভারতের রাজ্য প্রধান ওম ওরালাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানান।
স্পীকার আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের কংগ্রেসের সভানেত্রী সোনীয়া গান্ধী আদর্শিক প্রঙ্গার ব্যক্তি ছিলেন।
১৯৭১ সালে বাংলাদেশের মানুষকে ভারত সরকার আশ্রয় দিয়ে বড় হৃদয়ে পরিচয় দিয়েছে বৈঠকে বলেন স্পীকার।