1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তালাকের পর নারীদের নজরে হিরো আলম, মেসেঞ্জারে বিয়ের প্রস্তাবের বন্যা এবার রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করার ঘোষণা হিরো আলমের ফরচুন শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ হাসিনাকে গুনি নাই, তোদের মতো কর্মকর্তাদের গোনার টাইম নাই: সারজিস বিয়ের সময় খাট-সোফাও মেলেনি অপুর, আক্ষেপ জানিয়ে যা বললেন নোবেল ঘোষণার আগে ট্রাম্পের দাবি: “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি, নোবেল আমারই প্রাপ্য” খালাতো ভাইকে বিয়ে করেছিলেন? স্বীকার করে যা বললেন পরীমণি পুলিশ পিটিয়ে দুই চাঁদাবাজকে ছিনতাই বিএনপি নেতাকর্মীদের মাশরাফিকে দেখে ‘আরও শক্তিশালী, সাহসী হয়ে উঠি’ টিকটকে ছড়িয়ে পড়েছে শাকিব খানের মৃত্যুর খবর, যা জানা গেল

নিকাব পরে টকশো ইস্যুতে মুখ খুললেন সারজিস আলম

  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

 

মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি প্রশ্ন রাখেন, মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে?

আজ রবিবার দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন প্রশ্ন রাখেন সারজিস আলম।

তিনি বলেন, ‘কেউ যদি টি-শার্ট পরে টকশো করার স্বাধীনতা পায় তাহলে নিকাব পরে টকশো করার স্বাধীনতা থাকবে না কেন?’

এ সময় তিনি উদাহরণ টেনে বলে, রাজপথের সহযোদ্ধা নাফিসা ইসলাম যদি নিকাব পরে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে টক-শোতে অংশ নিতে পারবে না কেন।

এ সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনের কথা উল্লেখ করেন।

জানা গেছে, ওই বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে অংশগ্রহণের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির। নাফিসা নিকাব পরে টকশোতে আসার প্রস্তাব করলে ওই টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়।

নাফিসা ইসলাম সাকাফি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “আজকে বিকেল ৩টায় চ্যানেল আই-এ একটা টকশোতে এটেন্ড করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি যাবো বলে চ্যানেল আই এর শিকদার ভাইকে জানাই।

কিছুক্ষণ আগে শিকদার ভাই কল দেয়ার পর আমি উনাকে জানাই, “আমি নিকাব করে টকশোতে এটেন্ড করবো।” এরপর শিকদার ভাই, জাহিদ ভাইকে জানায়, নিকাব করে টকশোতে এটেন্ড করা যাবে না।

জাহিদ ভাই আমার সাথে যোগাযোগ করলে, আমি মাস্ক পরে টকশোতে এটেন্ড করবো জানাই। জাহিদ ভাই, শিকদার ভাইকে সেটা জানায়। কিন্তু চ্যানেল আই এক্ষেত্রে আমাকে এলাউ করেনি। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টকশোর জন্য নিবে জানায়।

জাহিদ ভাই, শিকদার ভাইকে বলে, “নিকাব করে মেয়েরাও আন্দোলন করেছে। নিকাব করে কেন টকশোতে এটেন্ড করা যাবে না?” শিকদার ভাই জানায়, এটা উর্ধতন কর্মকর্তাদের ডিসিশন।

এক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনামএবং লিগাল সেলের মেম্বার ফারদিন চ্যানেল আই এর এই টকশোতে এটেন্ড করে কিনা সেটাই দেখার বিষয়।”

নাফিসা ইসলাম সাকাফির এই স্ট্যাটাসের প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে এয়ে এই পোস্ট করেন সারজিস।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD