টালিউডের অভিনেত্রী স্বস্তিকার চাওয়া কাতার বিশ্বকাপের ফাইনাল খেলুক আর্জেন্টাইনরা। স্বস্তিকা মেসিদের ফুটবল প্রেমে হাবুডুবু খাচ্ছে এবং প্রিয় দলের কাছে স্বস্তিকার প্রত্যাশা আর্জেন্টাইনরা সেমির গন্ডি পেরিয়ে ফাইনাল খেলুক।
স্বস্তিকা তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় কোলকাতার বাঙালিরা শোকে দুমড়ে মুচড়ে গেছে , আর্জেন্টিনা সেমিতে জয়লাভ করবে বলে মনে করেন এই অভিনেত্রী।
স্বস্তিকা বলেন, কোলকাতার মানুষ দু’দলে বিবক্ত হয়ে মেসি – নেইমারদের খেলা দেখেছে এবং উন্মাদনায় সারাক্ষণ মেতেছিল, নেইমারা বিশ্বকাপ থেকে বিদায় হওয়ায় এখন মেসিদের ফুটবলের যাদু উপভোগ করবে বিশ্বাস স্বস্তিকার