আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার প্রথম টেস্ট। ইনজুরির কারনে টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা, রোহিতের পরিবর্তে দলে জায়গায় পেয়েছেন অভিমেনু ঈশ্বরন।
ব্যাটসম্যান শুভমনের সঙ্গে ওপেনিং করবেন তিনি। তাছাড়া, ইনজুরির কারনে খেলা হচ্ছে না রবীন্দ্র জাদেজা ও মোহম্মদ সামির।
প্রথম টেস্টে ভারতের অধিনায়কের দায়িত্বে পালন করবেন কে এল রাহুল।
ইতিমধ্যে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২- ১ সিরিজ নিজেদের করে নিল স্বাগতিক বাংলাদেশ।
সিরিজের শেষ টেস্ট ২২ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।