কোয়ার্টার ফাইনালে পর্তুগাল মরক্কোর কাছে ১- ০ গোলে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নেয়।
মরক্কো বিশ্বকাপের ইতিহাসে প্রথম সেমিফাইনালে খেলার টিকিট পায়।
পর্তুগালের ফুটবল তারকা রোনালদোকে মূল একাদশে না রাখায় খেপেছেন তার বান্ধবী জর্জিনা। জর্জিনা তার ইনস্টাগ্রামে লিখেন, কোচ সান্তোস দলের ফুটবল নক্ষত্রকে একাদশে না রেখে ভুলের মাসুল দিচ্ছে, খেলার দ্বিয়ার্ধের ৫২ মিনিটে রোনালদোকে মাঠে ফেরান সান্তোস, রোনালদো বিরতির পর মাঠে নামলে দল তাদের ছন্দ ফিরে
পায় এবং খেলেতে থাকে অ্যাটাকিং ফুটবল।
জর্জিনা বলেন, আমরা হারিনি আমরা নতুন কিছু শিখছি।
এদিকে, পর্তুগালের কোচ সান্তোস তার প্রতিক্রিয়ায় বলেন, রোনালদো দলের সেরা খেলোয়ার কিন্তু আমরা সুইসের বিপক্ষে ৬ – ১ গোলে জয়ী দলকে মাঠে নামিয়েছি, আমরা ভালো ফুটবল খেলেছি কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল না।