মহাখালীর আমতলী ও ওয়ারলেস গেটে দিনভর অবস্থান শেষে এবার গুলশান-১ আটকে সড়কে অবস্থান নিয়েছে তিতুমীর কলেজের ‘বিশ্ববিদ্যালয়’ দাবি করা শিক্ষার্থীরা।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ৯টার পর ব্যস্ততম গুলশানের ওই সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অবস্থানের ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন অফিস শেষ করা ঘরমুখো মানুষ। সড়কের দু’পাশজুড়ে লম্বা জটের তৈরি হয়েছে।
আজ রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ সাত দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন ওই শিক্ষার্থীরা।
জানা গেছে, এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের দাবি না মানা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে দুইজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তিতুমীর কলেজ পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে এই অনশন চলছে, চলবে।
একই দাবিতে আগেও কয়েক দফা কর্মসূচি করেছিলেন কলেজটির শিক্ষার্থীরা।
এবারের দফায় গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় তারা কলেজের প্রধান ফটকের সামনের গুলশান-মহাখালী সড়ক অবরোধ করেন। রাতভর তারা ছিলেন সেখানেই।
রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধিদল।
এসময় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে ঘোষণা করা সম্ভব নয় বলে যুগ্ম সচিব শিক্ষার্থীদের জানালে তারা বলেন, তাহলে যিনি ঘোষণা করতে পারবেন, তাকে ডেকে আনতে হবে।