বিশ্বকাপের মহারন ও দামামা পড়তির দিকে।
দিত যতই যাচ্ছে বিশ্বকাপের ততই এগিয়ে আসছে ২২তম আসরের ফাইনাল।
ফিফার ওয়েব সাইটে জানানো হয়, কাতার বিশ্বকাপের সেমিফানাল, তৃতীয় স্থানীয় খেলা এবং ফাইনাল খেলা হবে নতুন বলে। বলটির নাম দেওয়া হয়েছে আল হিম যার অর্থ স্বপ্ন।
বলটির কাঠামো ঠিক রাখা হয়ছে তবে, পরিবর্তন করা হয়েছে নকশা। বলটিতে কাতারের জাতীয় পতাকার আকৃতি রয়েছে।
নতুন ফুটবলটি কাতারের ভোরের ও বিকেলের সূর্যের দৃশ্যের আভা ছড়াবে। বলটিতে রয়েছে প্রযুক্তি সম্পন্ন সেন্সর যেটি অফ সাইডের সিদ্ধান্তে কৌশলগত ভূমিকা পালন করবে।
ফুটবলটি ল্যাপটপ এবং মোবাইল ফোনের মতো খেলার পূর্বে চার্জ দিয়ে রাখা হয়।