অরুনা বিশ্বাস এক সময়ে ঢাকাই সিনেমায় তার অভিনয়শৈলী দিয়ে দর্শকদের হৃদয়ে স্হান করে নিয়েছে। বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও নিজের প্রযোজনায় সিনেমা বানাচ্ছেন তিনি ।
সেন্সরপত্রে ছাড় পেল অরুনা বিশ্বাসের ‘অসম্ভব ‘ সিনেমা। তথ্যমন্ত্রনালয় অরুনা বিশ্বাসের ‘অসম্ভব ‘ ছবিতে অনুদান দিয়েছে এবং তথ্য মন্ত্রনালয় ছবিটি সেন্সরেপত্র দেওয়ায় তথ্যমন্ত্রনালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
অরুণা বিশ্বাস বলেন, আমি সাংস্কৃতিক পরিবারের সন্তান এবং আমার বাবার পথ ধরে এগিয়ে চলছি।’ অসম্ভব’ ছবির মাধ্যমে অরুনার আরেকটি স্বপ্ন পূরন হল।
ছবিতে অভিনয় করেছেন সোবহানা সাবা, স্বাগতা, শাহেদ শরীফ, আবুল হায়াত সহ আরোও অনেকে।