কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে রাত ১ টায় সুপার পাওয়ার আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে রাশিয়া বিশ্বকাপের রানার্স আপ দল ক্রোয়েশিয়া।
মেসিদের সামনে ফাইনালে ওঠার হাতছানি অন্যদিকে লুকা মডরিচেদের সামনে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার চ্যালেন্জ । মেসির শেষ বিশ্বকাপটা কি ট্রপি জয় দিয়ে শেষ হবে নাকি লুকা মডরিচরা স্বপ্নের ফাইনালে ট্রপিটা ছুঁয়ে অধরা স্বপ্ন পরিপূর্ণ করবে ।
বিশ্বকাপের আসরে আর্জেন্টিনা ক্রোয়েশিয়া মুখোমুখি হয়ছে ৫ বার এতে ২ বার জিতেছে মেসিরা ২ বার জিতেছে ক্রোয়েটরা বাকি এক ম্যাচ ড্র হয়।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে আলবিসেলস্তাদের সামনে আরেকটি ইতিহাস গড়ার সুযোগ আজ রাতে ক্রোয়েশিয়াও হুমকি দিয়ে রেখেছে মেসিদের সেমিতে বিধস্ত করবে বলে।