প্রার্থনা ফারদিন দিঘী শিশু শিল্পী থেকে সেলিব্রিটি বনে গেলেন এই অভিনেত্রী। বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকাদের নামের সাথে জোরেশোরে উচ্চারিত হয় দীঘির নাম।
দীঘীর আবির্ভাব শিশু শিল্পী হলেও কালের পরিক্রমায় হার্টধ্রব নায়িকা এই অভিনেত্রী।
সম্প্রতি মুম্বাই থেকে বঙ্গবন্ধুর বায়েপিকের শূটিং শেষে দেশে ফিরলেন দীঘী। দেশে এসে নিজের ফেসবুকের স্ট্যাটাসে দিঘী লেখেন,আমাদের ইন্ডাস্ট্রিতে সিন্ডিকেটেকে ভরপুর যা পৃথিবীর অন্যকোন দেশে নেই, এখানে যাদের লবিং ভালো তারাই ছবিতে কাস্ট হয়।
উল্লেখ্য দীঘী অভিনিত তুমি আছোও তুমি নেই, টুঙ্গী পাড়ার মিয়া ভাই ছবি দুটি মুক্তি পায়।