ষষ্ঠবারের মতো বিশ্বকাপের ফাইনালে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। দিয়াগো ম্যারাডোনার সুখ স্মৃতি পুনরাবৃত্তি দেখার অপেক্ষায় আর্জেন্টাইনরা। ১৯৮৬ সালে ম্যারাডোনার হাত ধরে বিশ্বকাপ জয় করে ইতিহাস রচনা করে আর্জেন্টিনা। এরপর কয়েকবার ফাইনালে ওঠেও বাজিমাত করতে পারেনি মেসিরা।
এবার ক্রোয়েটদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আলবিসেলেস্তারা, মেসিরা ফাইনালিস্ট হয়ে এখন শুধু ট্রফিটা স্পর্শ করার বাকি, আর মাত্র একটি ম্যাচের সিড়ি উতরাতে পারলে ১৯৮৬ এর পুনরায়বৃত্তি হবে আর্জেন্টিনার।
কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ক্রোয়েশিকে ৩-০ গোলে কুপোকাত করে স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে দুদল ধীর গতির ফুটবল খেললেও সময়ে সাথে গতিময় ফুটবল খেলতে থাকে দু’দল। ম্যাচে টাইব্রেকারে কল্যানে গোল পেয়ে ১-০ গোলে এগিয়ে যায় মেসিরা।
এরপর কয়েক মিনিট পর ফের গোল করে ২-০ লিড নেয় মেসিরা, বিরতির পর আবারও ক্রোয়েশিয়ার জালে গোল পাঠিয়ে ৩-০ এগিয়ে থাকে আর্জেন্টিনা।
ক্রোয়েশিয়া কয়েকবার আর্জেন্টিনার জালে গোল পাঠানোর চেষ্টা করে ব্যর্থতায় পর্যবেসিত, ক্রোয়েশিয়া মরন কামড় বৃথা যায় মেসি -দিবালাদের জাদুকরী ভেলকিতে।
আগামী ১৮ ডিসেম্বর রবিবার মেসিরা ফাইনালে লড়বে মরক্কো বনাম ফ্রান্সের মধ্যেকার জয়ী দলের বিপক্ষে।