চট্রগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮ রান, ভারতের পক্ষে পূজারা করেন ৯০ রান, লোকেশ রাহুল ২১ রান এবং শ্রেয়াস অপরাজিত ৮২ রান করেন।
বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম নেন ৩ টি উইকেট, মেহেদী মিরাজ ২ টি এবং খালিদ নেন ১ টি উইকেট।
খেলার শুরুতে ভারত ভালো ব্যাটিং করলেও ৪১ রানে প্রথম উইকেট হারায় তারা, এরপর ১২৫ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় ভারত, শ্রেয়াসের ও পূজারার ব্যাটিং এ শক্ত পুঁজি পায় ভারত।
বাংলাদেশের খেলোয়াড়রা ক্যাচ মিসের মহড়ায় মেতেছিল সারাক্ষণ, উইকেট রক্ষক নুরুল হাসান সোহান দুটি ক্যাচ মিস করেন এবং এবাদত একটি ক্যাচ মিস করেন।
পূজারা ১২ রানে নতুন জীবন পেয়ে করেন ৯০ রান। ক্যাচগুলো তালুবন্দি করতে পারলে টেস্টের প্রথম দিনে চালকের আসনে থাকতো বাংলাদেশ।