কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে রাতে মাঠে নামবে আফ্রিকান সুপার পাওয়ার দল মরক্কো।
এবারের কাতার বিশ্বকাপে চমক জাগানিয়া দল বলা হয় মরক্কোকে, কাতার বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ঝলক দেখাচ্ছে আশরাফ হাকিমিরা।
মরক্কোর সামনে ইতিহাসে গড়ার ম্যাচ আজ। আজ সে মাহেন্দ্রক্ষণ মরক্কোর সামনে, ফ্রান্সকে রুখে দিতে পারলে তৈরি হবে মরক্কোর নতুন অধ্যায়। এদিক, ফ্রান্সের সামনে টানা দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।
মরক্কো ফ্রান্সের ৭ বারের মুখোমুখিতে ৩ বার জিতেছে ফ্রান্স বাকি ৪ ম্যাচ ড্র হয়েছে।
বিশ্বকাপে এর আগে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ফ্রান্সের এমবাপ্পে ও গ্রিসম্যানদের সামনে ব্রাজিলের নামের সাথে ফ্রান্সের পুনরায়বৃত্তি করার পালা।