এবার দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর খিলগাঁওয়ের তালতলা চৌরাস্তার পাশে গ্যারেজ পট্টির আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি স-মিলে আগুন লাগে। রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, কেমিক্যাল ড্রাম বিস্ফোরণের কারণে স-মিলে লাগা আগুন চারদিক ছড়িয়ে পড়ে। এতে প্রায় ২০টি দোকান ও দুটি স-মিল পুড়ে গেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের পর এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, খিলগাঁওয়ের আগুনে আনুমানিক ২০টি দোকান এবং দুটি স-মিল পুড়েছে। আগুনে হয়ত কেমিক্যাল ড্রাম বিস্ফোরিত হয়েছে। যার ফলে আগুন চারদিকে ছড়িয়েছে। আমাদের নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে আরও চারটি ইউনিট ছিল, সেগুলো কাজ করতে পারেনি। আগুনে কেউ নিখোঁজ রয়েছে এমন কোনো সংবাদ আমাদের কাছে এখন পর্যন্ত আসেনি। এ ছাড়া আমরা এখন পর্যন্ত আহত ও নিহতের কোনো সংবাদ পায়নি।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায় নি। এদিকে আগুনের কারণে তালতলা এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক দূর থেকে আগুনের শিখা দেখা গেছে। ওই এলাকার বিদ্যুৎ সংযোগও বন্ধ হয়ে যায়।
গাড়ির গ্যারেজে আগুন ছড়ানোর পর সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
খিলগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, খিলগাঁও তালতলা মার্কেটের পাশে ও খিলগাঁও মডেল কলেজের উল্টো পাশে টুটুলের ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।